ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় প্রতিদিনই দীর্ঘতর হচ্ছে মৃত্যুমিছিল। সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্তইসরায়েলি হামলায় আরও অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সোমবার ভোর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৫৩ জনই গাজা সিটির বাসিন্দা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের চলমান যুদ্ধে এ পর্যন্ত ৫৩ হাজার ৯৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ২২ হাজার ৯৬৬ জন।
সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে হামাস ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে ভিন্ন ভিন্ন বার্তা উঠে এসেছে। আল জাজিরার জানিয়েছেন, হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেলেও, এ বিষয়ে দুপক্ষের বক্তব্যে অমিল রয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। গোষ্ঠীটির এ হামলায় ইসরায়েলে প্রায় এক হাজার ১৩৯ জন নিহত হন। এ সময় গোষ্ঠীটি ২০০ জনেরও বেশি ইসরাইলি নাগরিককে জিম্মি করে। এর জবাবে ওইদিনই গাজায় হামলা শুরু করে ইসরাইল।
এমআর//