পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গেল ২১ মে থেকে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। এরি ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৭ মে) বিক্রি হবে ৬ জুনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে আগাম টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করছে।
সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট। অপরদিকে দুপুর ২টা থেকে শুরু হবে রেলওয়ে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি।
রেলওয়ের তথ্য অনুযায়ী, শুধু ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের আন্তঃনগর ট্রেনগুলোতে মোট আসন রয়েছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষে নেয়া বিশেষ কর্মপরিকল্পনায় বলা হয়েছে, ৩১ মে থেকে ৫ জুন পর্যন্ত প্রতিদিনের টিকিট ধাপে ধাপে বিক্রি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি হচ্ছে।
এর আগে গেল ১২ মে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এই ঘোষণা দেন।
এমএ//