ফুটবল

পুনরায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শুরু

পুনরায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনে আজ সোমবার (২৬ মে) রাত ১০টা থেকে ক্লাব হাউজ-২ এবং নর্থ-ওয়েস্ট গ্যালারির টিকিট পাওয়া যাচ্ছে। 

এর আগে বাফুফে এক বিবৃতিতে জানায়, সোমবার (২৬ মে) রাত ১০টায় শুরু হবে ক্লাব হাউজ-২ ও নর্থ-ওয়েস্ট গ্যালারির টিকিট বিক্রি। পূর্ব পাশের টিকিট পাওয়া যাবে খুব শিগগির।

বাফুফে অনলাইনে টিকিট বিক্রির দায়িত্ব দিয়েছিল টিকিফাই (tickify.live)-কে।  গেলো শনিবার (২৪ মে) দুপুর ১২টা থেকে এই ওয়েবসাইটে টিকিট ছাড়ার থাকলেও সেদিনই রাত ৮টা থেকে টিকিট ছাড়া হয়।  কিন্তু ওয়েবসাইটে ঢুকেও অধিকাংশ দর্শকই টিকিট কাটতে পারেননি। কারও কারও পর্দায় ভেসে ওঠে—‘503 Service Temporarily Unavailable’

রাত ১১টা ২০ মিনিটে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির ওয়েবসাইট টিকিফাই সাইবার আক্রমণের শিকারের কথা জানায় বাফুফে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #টিকিট