কোনো নির্দিষ্ট কারও পদের আন্দোলন এটা নয়, মূলত জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন ছেড়ে কেউ যাবে না। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।
বুধবার (২১ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন ইশরাক হোসেন।
যমুনার সামনে থেকে ইশরাক বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, এটার রায় মেনে নিতে হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে জিম্মি করার চেষ্টা করা হচ্ছে। বিএনপির এই নেতা প্রশ্ন রাখেন, জাতীয় নির্বাচনে কি এই ইসি নিরপেক্ষতা রাখতে পারবে? আমরা আরেকটা স্বৈরাচারের জন্ম এই বাংলার মাটিতে হতে দেব না।
এরপর তিনি বলেন, যদি হয়, তবে যেকোনো সময় শেখ হাসিনার পরিণতির মতো উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজ আবারও গ্রহণ করা হয়। আগামীকাল, বৃহস্পতিবার (২২ মে) আদেশের দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ বুধবার এ দিন ধার্য করেন।
এমএইচ//