খেলাধুলা

বিপর্যয়ে পড়া বাংলাদেশ থামলো ১৬২ রানে

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নাজুক অবস্থা প্রকাশ পেয়েছে তাদের। একের পর এক উইকেট হারানোর পর জাকের আলী অনিকের ব্যাটে কিছুটা স্বস্তি পায় বাংলাদেশ দল। এছাড়াও ওপেনার তানজিদ হাসান তামিম খেলেছেন ১৮ বলে ৪০ রানের ইনিংস। সবমিলিয়ে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে বাংলাদেশ।

বাংলাদেশ তাদের প্রথম উইকেট হারায় দলীয় ১০ রানে। সিরিজের প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ন পারভেজ হোসেন কোনো রান না করেই বিদায় নেন। অধিনায়ক লিটন দাস ১৪ রানের বেশি করতে পারেননি। হায়দার আলীর বলে ফিরেছেন। একই ওভারে তাওহিদ হৃদয়কেও প্যাভিলিয়নের পথ ধরিয়েছেন হায়দার। দুজনেই লেগ বিফোরের শিকার।

পরের ওভার করতে হেসে হায়দার ফিরিয়েছেন শেখ মেহেদীকে। দারুণ খেলতে থাকা তানজিদ হাসানও নিজের উইকেট হারিয়েছেন দলীয় ৫৭ রানে। শামীম হোসেন পাটোয়ারি ও রিশাদ হোসেনরাও কিছু করতে পারেননি। তানজিম হাসান সাকিবের ব্যাটে আসে ১২ বলে ৬ রান।

তবে জাকের আলী অনিক নিজেকে থিতু করেছেন পিচে। তিনি আউট হন ১৯তম ওভারে। জাকেরের ব্যাটে আসে ৩৪ বলে ৪১ রান।

শেষ ওভারে পিচে ছিলেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। দলীয় অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের সেই ওভারে ২ টি ছক্কা হাঁকান হাসান। শরিফুল খেলেন একটি চারের মার। ওয়াসিমের এই ওভারটি ছিল সবচেয়ে ব্যয়বহুল, আসে ২৬ রান।

হাসান ১৫ বলে ২৬ রানে এবং শরিফুল ৭ বলে ১৬ রানে শেষ বল পর্যন্ত অপরাজিত ছিলেন।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #আরব আমিরাত