ভারতের সবচেয়ে ধনী দম্পতি মুকেশ ও নীতা আম্বানি এবার টাইম ম্যাগােজিনের দানশালীদের ১০০ এর তালিকায় জায়গা করে নিয়েছেন। ২০২৪ সালে তারা প্রায় ৪০৭ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮৫ কোটি টাকা) দান করেছেন, যা ভারতের বিভিন্ন সামাজিক প্রকল্পে ব্যবহৃত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিজনেস বিষয়ক সংবাদমাধ্যম টাইম ম্যাগাজিনের প্রতিবেদন অনুসারে, মুকেশ-নীতা আম্বানির দানে নারী শিক্ষার উন্নয়ন, গ্রামীণ কৃষির সহায়তা, চিকিৎসা সেবা, এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ভূমিকা রেখেছে। বিশেষকরে তাদের দানের বড় অংশই নারীদের দক্ষতা উন্নয়ন এবং ক্রীড়াক্ষেত্রে নারীদের সমতা প্রতিষ্ঠায় ব্যয় হয়েছে। অবশ্য তিনি মুম্বাই ইন্ডিয়ানস ক্রিকেট দলের মালিকও।
টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নীতা আম্বানি বলেছেন, খেলাধুলার জগতে নারীদের পথচলা সহজ নয়, তাদের নানা প্রতিবন্ধকতা অতিক্রম করেই এগিয়ে যেতে হয়। তাই প্রতিটি সাফল্য তাদের জন্য বড় বিজয়ের মতো।
মুকেশ ও নীতা আম্বানির দান কার্যক্রমের মধ্যে রয়েছে ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা, দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিদের জন্য চিকিৎসা সহায়তা এবং ভারতের বিভিন্ন এলাকায় আধুনিক হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ।
টাইম সাময়িকীর এই তালিকায় আম্বানি দম্পতির পাশাপাশি আরও কিছু নাম উঠে এসেছে যারা সমাজসেবায় অনন্য ভূমিকা রাখছেন। তাদের মধ্যে রয়েছেন আজিম প্রেমজি ও নিখিল কামাথ। এছাড়া নারী শিক্ষা ও ক্ষমতায়নে অবদান রাখার জন্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বিশ্বখ্যাত টেলিভিশন ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে এবং মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।
এসকে//