বিনোদন

১৫০ কোটির ছবি সিকন্দর ফ্লপ!

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউডের প্রথম সারির অভিনেতা নির্বাচক মুকেশ ছাবড়া।  সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি টলিউডের শুটিং সেটের শান্ত এবং আন্তরিক পরিবেশ নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন।  তিনি বলেন , টলিউডে কাজের পরিবেশ বেশ ঘরোয়া।  সবাই একে অপরের সঙ্গে খুবই আন্তরিক এবং আনন্দ নিয়েই কাজ করেন। 

মুকেশ আরও বলেন , বলিউডের তুলনায় টলিউডের শুটিং পরিবেশ ভিন্ন।  কেননা , সেখানে সবাই দৌড়োচ্ছেন, একে অপরের সঙ্গে কথা বলার সময়ও তাদের নেই। ” বাংলার এই শান্ত এবং আন্তরিক পরিবেশ দেখে তিনি বলেন , “মনে হচ্ছে, কিছু সময়ের জন্য এমন পরিবেশ প্রয়োজন।  এমন একটা জায়গায় কাজ করে সত্যিই ভালো লেগেছে।”

এদিকে সালমান খানের নতুন ছবি ‘সিকান্দার’ নিয়ে যখন বলিউডে সমালোচনার ঝড় , তখন মুকেশ ছাবড়া তার পাশে দাঁড়িয়ে বলেন , “বলিউডে সালমান খানের ছবি যদি ১৫০ কোটিতে পৌঁছে ‘ফ্লপ’ হয়ে যায় , তাহলে টলিউডে ৫০ কোটির ছবিতে পার্টি শুরু হয়।”  তিনি মনে করেন , সালমান খানের ছবির ব্যবসা কখনও ব্যর্থ হবে না।  আর ভক্তদের অতিরিক্ত প্রত্যাশার চাপ সালমানের উপর পড়ছে।

সালমান আবার তার পুরোনো অবস্থানে ফিরে আসবেন।  তবে সেটা পুরোপুরি সময়ের উপর নির্ভর করছে।  ভক্তদের হতাশার চাপ সালমানের উপর চাপিয়ে দেওয়া ঠিক নয়।  তার ছবি সফল হলে আবারও তিনি নিজের জায়গায় ফিরে আসবেন বলে মন্তব্য করেন নির্বাচক মুকেশ ছাবড়া। 

এসকে // 

এ সম্পর্কিত আরও পড়ুন অভিনেতা নির্বাচক | মুকেশ ছাবড়া