ইসলামিক ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে আগামী ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে দেশটির অ্যাস্ট্রোনোমি সোসাইটি।
সংস্থাটির তথ্য অনুযায়ী, আগামী ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ২৮ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এই হিসাবে ৫ জুন পালিত হবে আরাফার দিন, আর পরদিন অর্থাৎ ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।
তবে ২৭ মে সন্ধ্যায় যদি চাঁদ দেখা না যায়, তাহলে জিলহজ মাস শুরু হবে একদিন পর থেকে। সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন।
ঈদুল আজহা মুসলমানদের জন্য একটি তাৎপর্যপূর্ণ উৎসব, যা কোরবানির ঈদ নামে বেশি পরিচিত। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন হযরত ইব্রাহিম (আ.)। সেই আত্মত্যাগ ও আনুগত্যের স্মরণেই মুসলিম বিশ্বে প্রতি বছর ঈদুল আজহা পালিত হয়।
সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখা যায়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে যদি ৬ জুন ঈদ উদযাপিত হয়, তাহলে বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে আগামী ৭ জুন (শনিবার)।
সূত্র: গাল্ফ নিউজ
এসি//