জাতীয়

শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার

বায়ান্ন প্রতিবেদক

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৭ জানুযারি ‘ডামি’ নির্বাচন ও ভোট চুরির অভিযোগে  ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ  ১৯৩ জনের নাম উল্লেখ করে  মামলা দায়েরের দুইদিন পর তা প্রত্যাহার করে নিয়েছেন বাদী বিএনপির এক নেতা।  ওই মামলায় অজ্ঞাতনামা আরও  ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছিল।

বুধবার (২১ মে) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভূঞাপুর উপজেলা আমলি আদালতে বাদী কামরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। আদালতের বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদী ও বাদী পক্ষের আইনজীবী আবু রায়হান খানের বক্তব্য শুনে মামলাটি  নথিজাত করার আদেশ দেন।

এর আগে  সোমবার(১৯ মে) ভূঞাপুর উপজেলার আলোয়া ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি কামরুল হাসান ওই আদালতে মামলাটি করেন। বিচারক সেদিন মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি গ্রহণ করেন। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ১৩ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

মামলাটিতে ১৯৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছিল। শেখ হাসিনা ছাড়া মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ (ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান (ছোট মনির), সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল, পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক, সাবেক পুলিশ সুপার, বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় পাঁচজন সাংবাদিক।

তবে পরদিন ২০ মে (মঙ্গলবার) মামলার মধ্যে থাকা পাঁচজন স্থানীয় সাংবাদিকের নাম বাদ দেওয়ার জন্য বাদী কামরুল ইসলাম আদালতে অনাপত্তিপত্র দাখিল করেন। এরপর বুধবার (২১ মে) তিনি মামলাটি সম্পূর্ণরূপে প্রত্যাহারের আবেদন করেন, যা আদালত গ্রহণ করে নথিজাত করার আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল আদালতের পরিদর্শক মো. লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন, ‌মামলাটি নথিজাতের আদেশ দিয়েছেন আদালত। এতে মামলাটি আর চালানোর প্রয়োজন রইল না।

মামলা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইতে বাদী কামরুল হাসান গণমাধ্যমকে বলেন,   ভূঞাপুর উপজেলা শাখা বিএনপির  নেতারা মামলাটি প্রত্যাহার করতে বলায় তিনি মামলাটি প্রত্যাহার করেছেন।

এ বিষয়ে ভুঞাপুর উপজেলা শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা গলমাধ্যমকে বলেন. তিনি সেদিন ঢাকা ছিলেন এবং মামলাটি প্রত্যাহারের কথা শুনেছেন মাত্র। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বৈঠক না হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে কিছু বলেননি।

অন্যদিকে, টাঙ্গাইল জেলা শাখা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল গণমাধ্যমকে জানান,, ২০২৪ সালের ‘ডামি নির্বাচন’ আয়োজন ও ভোট চুরির অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), তৎকালীন রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে মামলা হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। কিন্তু মামলাটি প্রত্যাহারের বিষয়ে তিনি কিছু জানেন না। এ ধরনের মামলা করতে কেউ জেলা বিএনপির সঙ্গে কোনো প্রকার পরামর্শ করেননি, প্রত্যাহারের ব্যাপারেও কেউ জানাননি।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভুঞাপুর #মামলা