দেশজুড়ে

সীমান্তে আটক ছয় বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে ছয় বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।পরে তাদের বর্ডার গার্ড  বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

 রোববার (২০ জুলাই) সকালে ওই ছয় বাংলাদেশিকে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন  ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ।

বিজিবি জানায়, দালালের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে এসব বাংলাদেশি নিজ দেশে ফিরছিলেন। তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় কাজ করতেন। ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।

পরে ঐ সীমান্তের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে  আটককৃতদের ঠাকুরগাঁও ৫০ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত বাংলাদেশী নাগরিকদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে বিজিবি সূত্র জানায়, আটককৃতদের সকলের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায়।

লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ বলেন, আমরা ছয়জনকে পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদের সকলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ঠাকুরগাঁও #বিএসএফ