বিনোদন

সালমানকে সারা রাত জাগিয়ে রেখেছিলাম : পরিচালক নিখিল

২০০৭ সালে মুক্তি পেয়েছিল 'সালাম-ই-ইশক'-। সেই ছবিতে একঝাঁক অভিনেতার সঙ্গে কাজ করেছিলেন পরিচালক নিখিল আদভানি। ছিলেন সালমান খান, গোবিন্দা, অনিল কাপুর, জুহি চাওলা, প্রিয়াঙ্কা চোপড়া ও বিদ্যা বালান -এর মতো তারকারা। সম্প্রতি ম্যাশেবল ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে নিখিল তার সেই ছবির গানের শুটিংয়ে একসঙ্গে এত তারকাদের সামনে নিজের সেরাটা দেয়ার বিষয়ে মুখ খুলেছেন। পরিচালক জানিয়েছেন সে সময় ভোরের শ্যুটিংয়ে আসার প্রস্তাবে সরাসরি না করে দিয়েছিলেন সালমান। কিন্তু তারপর?

ঠিক কী বলেছেন নিখিল আদভানি?

সাক্ষাৎকারে নিখিল বলেন, সালমানকে সারা রাত জাগিয়ে রেখেছিলাম কারণ উনি সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘ভোর ৫টায় আসতে পারব না। শ্যুটিং করতে হলে এখনই করুন। আমি সকাল ১০টায় গিয়ে সোজা ঘুমিয়ে পড়ব!’ অগত্যা তাই সালমানের জন্য জেগে থাকতে হয়েছিল গোটা টিমকে। শ্যুটিং শেষ হওয়ার পরই সোজা গিয়ে ঘুমিয়ে পড়েন সালমান। ভাইজান সবসময়ই দ্রুত কাজ শেষ করতে চেয়েছিলেন বলে জানান পরিচালক।

নবাগতদের সঙ্গে কাজ

নিখিল আদভানি এমন একজন পরিচালক, যিনি নিজের ছবিতে তারকাদের পাশাপাশি নবাগতদের নিয়েও কাজ করেছেন। তাই কোন অভিনেতা কোন চরিত্রের জন্য উপযুক্ত, তা তিনি ভালো করেই জানেন। এবিষয়ে শোয়ের সঞ্চালক মুকেশ ছাবড়া যখন পরিচালককে জিগ্ঙেস করেন, তখন নিখিল বলেন, 'বেশিরভাগ ক্ষেত্রেই অভিনেতাদের কাস্টিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, তাই আমি বা আপনারা (মুকেশ ছাবরার উদ্দেশ্যে)ও জানেন যে সেখানে ভুলভাল লোক ঢোকার কোনও প্রশ্নই নেই। যেমন ডি-ডে-তে কাস্টিং ডিরেক্টরদের বেছে নেয়া চন্দন রায় সান্যাল অসাধারণ ছিলেন! সুতরাং আমি আমার DOPকে যেমন বিশ্বাস করি, তেমনি আমি আমার কাস্টিং ডিরেক্টরের উপরেও একইভাবে ভরসা করি।

প্রসঙ্গত নিখিল আদভানির শেষ পরিচালিত ছবি ছিল ‘বেদা’, যে ছবিতে জন আব্রাহাম ও শর্বরী ছিলেন মুখ্য চরিত্রেন। নিখিল ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ নামে একটি মহাকাব্যিক রাজনৈতিক থ্রিলার টিভি সিরিজও তৈরি করেছিলেন যা ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার সময়কালীন প্রেক্ষাপটের উপর তৈরি। সেই সিরিজে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ভূমিকায় অভিনয় করেছিলেন সিদ্ধান্ত গুপ্ত।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন সালমান