আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৪ দেশের ওয়ার্ক ভিসা স্থগিত সৌদির

বাংলাদেশসহ ১৪ দেশের ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। পবিত্র হজের কারণে ২০২৫ সালের জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ছাড়াও এই তালিকায় আছে ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো।

প্রতিবেদনে বলা হচ্ছে, সৌদি সরকারের নতুন এ সিদ্ধান্তের ফলে হাজার হাজার বিদেশি শ্রমিক ও আন্তর্জাতিক ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন

ব্লক ভিসা, গ্রুপ ভিসা নামেও পরিচিত। এর মাধমে সৌদি সরকার দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানকে বিদেশি শ্রমিক নিয়োগের অনুমতি দেয়। প্রতিষ্ঠানগুলো ব্লক ভিসার অনুমতি পেলে তাদের চাহিদা মাফিক বিদেশি শ্রমিকদের ওয়ার্ক ভিসা দিতে পারেন। 

 

 এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #ওয়ার্ক ভিসা #সৌদি #বাংলাদেশ