আন্তর্জাতিক

পরমাণু চুক্তি বাস্তবায়নে শর্ত দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে। আর এর মধ্যে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কীভাবে উঠবে তা জানতে চাইলো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার ইসমাইল বাঘাই জানান, পরমাণু চুক্তি করার আগে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র এখনো পরিষ্কারভাবে কিছু বলেনি। এই বিষয়টি ওয়াশিংটনকে পরিষ্কার করতে হবে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটন এখন পর্যন্ত সাতবার বৈঠক করেছে। এসব বৈঠকে উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ইরানের যে কোন ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নিবে না।

যুক্তরাষ্ট্রের এমন দাবির বিরোধিতা করে ইরান বলছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ । আর ইউরোনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার কোন প্রশ্নই আসে না। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #পরমাণু #ইরান #যুক্তরাষ্ট্র