জাতীয়

বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য রয়েছে সুখবর

বায়ান্ন প্রতিবেদন

ছবি: নারী উদ্যোক্তা রীমা খাতুন

২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। সোমবার (০২ জুন) বিকেল ৩টায় বাজেট ঘোষণার সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদারে ১২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দেন।

বাজেট উপস্থাপনায় জানানো হয়, নারী সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমির মাধ্যমে দক্ষতাভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া উপজেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে 'ভিডব্লিউবি' কর্মসূচির আওতায় ইতোমধ্যে ২০ হাজার নারীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলেও বাজেট বক্তব্যে উল্লেখ করা হয়।

এ ছাড়া জুলাই বিপ্লবে শিশু-শহীদদের ৮৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং এ বিপ্লবে আহত শিশুদের মূল ধারায় ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, কর্মজীবী নারীর পাশাপাশি অনেক নারী হোমমেকার হিসেবে তাদের শ্রম এবং সময় উৎসর্গ করছেন। কিন্তু তাদের এ গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রায়শই যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। আমি সরকার এবং আপামর জনসাধারণের পক্ষ থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে তাদের অবদান আর্থিক মানদণ্ডের ভিত্তিতে জিডিপিতে যোগ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদ্ধতিগত পদক্ষেপ নেয়া হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাজেট