দেশজুড়ে

১০ লাখ টাকার জালনোটসহ যুবক গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিপুল পরিমাণ জালনোট ও জালনোট তৈরির মেশিনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

সোমবার (০২ জুন) দিবাগত রাতে উপজেলার ভান্নারা বেলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ১০ লাখ ৬ হাজার ৫০০ টাকা সমমানের জাল নোট ও নোট তৈরির মেশিন উদ্ধার করা হয়।  

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, র‌্যাব আটককৃত রিয়াজকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও জাল নোট সংক্রান্ত আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (০৩ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার রিয়াজ হোসেন দীর্ঘদিন ধরে নিজ বাসায় বসেই অত্যন্ত সূক্ষ্ম কৌশলে জাল টাকা তৈরি করছিলেন। এসব জাল নোট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হতো। প্রযুক্তি ও গোপন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তিনি একটি পরিপূর্ণ অপরাধচক্র পরিচালনা করছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

অভিযানের সময় বাড়িটির একটি কক্ষকে কারখানার মতো করে সাজানো অবস্থায় পাওয়া যায়। সেখানে বিপুল পরিমাণ ছাপার কাগজ, প্রিন্টার, কাটার মেশিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। র‌্যাবের কর্মকর্তারা জানান, জালনোট তৈরিতে ব্যবহৃত যন্ত্রপাতি অত্যাধুনিক না হলেও যথেষ্ট চতুরতায় প্রস্তুত করা হতো যা সাধারণ মানুষ সহজে বুঝতে পারত না।

র‌্যাব-৪ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এই ধরনের অপরাধচক্র নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটি জানিয়েছে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর #কালিয়াকৈর #জালনোট