গাজায় মঙ্গলবার ত্রাণ সংগ্রহের সময় ইসরাইলি সেনাদের গুলিতে ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হচ্ছে, গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থনপুষ্ট গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ করছে । মঙ্গলবার রাফায় ত্রাণ বিতরণ চলার সময় ইসরাইলি সেনারা গুলি চালালে এসব প্রাণহানির ঘটনা ঘটে।
গেলো ২৭ মে থেকে গাজায় ত্রাণ বিতরণ শুরু করেছে গাজা হিউম্যানেটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। এই ত্রাণ বিতরণ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি সেনাদের গুলিতে ১০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
এনএস/