আন্তর্জাতিক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে শর্ত দিলো পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে পশ্চিমা নেতাদের বেশ কিছু শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসব শর্তের মধ্যে আছে পূর্বদিকে ইউরোপের সামরিক জোট ন্যাটোর উপস্থিতি বৃদ্ধি বন্ধ করা ও রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার।    

বিষয়টি নিয়ে জানা আছে রাশিয়ার তিনটি সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

প্রতিবেদনে বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাত ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে তৎপরতা চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার লাগাতার হামলার পর মঙ্গলবার পুতিনকে হুঁশিয়ারি জানান তিনি। পুতিনকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, রাশিয়ার নেতা আগুন নিয়ে খেলা করছে।   

রাশিয়ার সূত্রগুলো বলছে, পূর্বদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ বন্ধে প্রধান প্রধান পশ্চিমা শক্তিগুলোর কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি চায় পুতিন। অথাৎ ইউক্রেন, জর্জিয়া, মলদোভা ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো ন্যাটোতে যোগ দিতে পারবে না।

সুত্রগুলোর একটি বলছে, পুতিন যদি  তাঁর নিজ শর্তের মাধ্যমে শান্তি চুক্তিতে পৌঁছেতে না পারেন, তবে ইউক্রেন ও ইউরোপকে সামরিক বিজয়ের মাধ্যমে দেখিয়ে দিতে চায় যে, আগামীদিনে শান্তি আরও বেশি কষ্টদায়ক হবে। 

এই বিষয়ে ক্রেমলিনের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে পুতিন ও রাশিয়ার কর্মকর্তারা বারংবার বলে আসছে, যে কোন শান্তি চুক্তির উদ্দেশ্য হতে হবে সংঘাতের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করা। অথাৎ ন্যাটোর সম্প্রসারণ ও ইউক্রেনের প্রতি পশ্চিমাদের সমর্থনের বিষয়গুলো আলোচনায় থাকতে হবে।  

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশিয়া #ইউক্রেন #যুদ্ধ