দেশজুড়ে

পশুর হাটে র‌্যাবের ভ্রাম্যমান আদালত

কোরবানির হাটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাব

বায়ান্ন প্রতিবেদন

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট, কোরবানি, ঈদের জামায়াত, চামড়া বেচা-কেনার সময় অপতৎপরতা রুখতে সচেষ্ট রয়েছে এলিট ফোর্স র‌্যাব। কোরবানির হাটে পশু কেনা-বেচার সময় জাল টাকা তৈরি ও সরবরাহের সাথে জড়িত চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি রয়েছে। হাটে জাল টাকা সনাক্তে র‌্যাবের কন্ট্রোল রুমে জাল নোট সনাক্তের মেশিন স্থাপন করা হয়েছে। এছাড়াও এ সময়ে কোরবানির হাট কেন্দ্রিক ও মার্কেটে চুরি-ডাকাতি, ছিনতাই, প্রতারক চক্র, দালাল, মলম পার্টি এবং অজ্ঞান পার্টির তৎপরতা বন্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। 

এসব বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন বিষয়ে অবগত করেন র‌্যাবের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন র‌্যাবের আইন গণমাধ্যম শাখার পরিচালক, উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। 

তিনি জানান, পশুর হাটে অসুস্থ গবাদি পশু, কৃত্রিম উপায়ে রাসায়নিক দ্রব্য অথবা ইনজেকশন ব্যবহার করে দ্রুত সময়ে মোটাতাজা করা ও অস্বাস্থ্যকর গবাদি পশু শনাক্তকরণে র‌্যাবের নজরদারি আছে। পাশাপাশি পশু চিকিৎসকের সহায়তায় এসব গবাদি পশু শনাক্ত করে বিক্রেতাদের বিরুদ্ধে র‌্যাবের ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।  পশুর হাটগুলোর হাসিল ঘরে সিটি কর্পোরেশন/স্থানীয় সরকার কর্তৃক নির্ধারিত হাসিল তালিকা আকারে প্রদর্শিত থাকতে হবে। নির্ধারিত হারের বেশি হাসিল নেয়া প্রতিরোধে র‌্যাবের নজরদারি আছে। বেশি হাসিল আদায় করলে/করতে চাইলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।  এক হাটের গরু জোর করে অন্য হাটে নামানোসহ পশুর হাট কেন্দ্রিক বিভিন্ন ধরণের চাঁদাবাজি ঠেকাতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ঢাকামুখী পশু বহনে চাঁদাবাজি রুখতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে। অনলাইনে কোরবানির পশু কেনা-বেচায়  প্রতারণা প্রতিরোধে র‌্যাব সাইবার মনিটরিং সেল নজরদারী করছে। 

কোরবানির পশুর হাটে মহিলাদের উত্যক্ত/ইভটিজিং কিংবা  কোন ধরণের হেনস্থার শিকার হলে র‌্যাব ফোর্সেস জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। 

যে কোন জরুরী প্রয়োজনে  ভুক্তভোগীদেরকে হাটে র‌্যাবের কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ প্রদান হয়েছে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পবিত্র ঈদ-উল-আযহা #কোরবানির পশুর হাট