জাতীয়

ঢাকায় কোরবানির ১৯ হাট, তালিকায় নেই আফতাবনগর-মেরাদিয়া

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীতে বসছে ১৯টি কোরবানির পশুর হাট। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৯টি হাট নির্ধারণ করে আহ্বান করা হয়েছে উন্মুক্ত দরপত্র। ঈদের আগের তিন দিন এবং ঈদের দিনসহ মোট পাঁচ দিন চলবে পশু বেচাকেনা।

ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, হাট পরিচালনায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা হবে এবং ইজারা প্রক্রিয়া হবে স্বচ্ছভাবে। সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেয়া হবে এবং তাদের জন্য থাকবে কঠোর নির্দেশনা- যাতে রাস্তা-ঘাট নোংরা না হয়।

এদিকে, দক্ষিণ সিটির প্রশাসক ড. মো. জিল্লুর রহমান জানান, ৯টি হাটের প্রাথমিক টেন্ডার কার্যক্রম শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের দরপত্র জমা দেয়ার শেষ সময় ২৭ মে। এরপর সর্বোচ্চ দরদাতাদের নাম চূড়ান্ত করা হবে।

সিটি করপোরেশন জানিয়েছে, আদালতের নিষেধাজ্ঞার কারণে এবার আফতাবনগর ও মেরাদিয়া পশুর হাট তালিকা থেকে বাদ পড়েছে। তবে গাবতলীর স্থায়ী হাটসহ বসিলা, মিরপুর, খিলক্ষেত, বাড্ডা, কালশী ও মস্কুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গাসহ উত্তর সিটির বিভিন্ন এলাকায় বসবে ১০টি হাট।

দক্ষিণ সিটিতে হাট বসবে উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাব মাঠ, সাদেক হোসেন খোকা মাঠ, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পার্শ্বে নদীপাড়, দনিয়া কলেজের পাশে, সনটেক মহিলা মাদরাসা এলাকার খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডের আশপাশে।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, হাটে কোনো অনিয়ম হলেই ইজারাদারের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। পাশাপাশি নির্ধারিত জায়গার বাইরে পশুর হাট বসানো যাবে না এবং বর্জ্য ব্যবস্থাপনায়ও থাকবে বিশেষ নজরদারি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #কোরবানির ঈদ