জাতীয়

আজ রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে কিছু ব্যাংক

বায়ান্ন প্রতিবেদন

আজ শুক্রবার, ৬ জুন- রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদকে কেন্দ্র করে আজও ঢাকা ও চট্টগ্রামের কোরবানির পশুর হাটের আশেপাশের ব্যাংকের শাখা ও উপশাখাগুলো খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গ্রাহকদের সুবিধা নিশ্চিতে এই ব্যবস্থা নেয়া হয়েছে। গত ৩ জুন থেকেই নির্দেশনাটি কার্যকর করে আসছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনায় বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটগুলোতে ব্যাপকসংখ্যক ক্রেতা-বিক্রেতার উপস্থিতি এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়। তাই হাটসংলগ্ন এলাকার ব্যাংক শাখাগুলোতে অতিরিক্ত ব্যাংকিং সহায়তা দেওয়া জরুরি।

ঢাকা উত্তর সিটির আওতায় যেসব হাটে এই সুবিধা থাকবে তার মধ্যে রয়েছে- উত্তরা দিয়াবাড়ি, ভাটারা সুতিভোলা, মিরপুর গাবতলী, মোহাম্মদপুর বছিলা, খিলক্ষেত বনরূপা ও পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন হাট।

ঢাকা দক্ষিণ সিটির আওতায় রয়েছে- লেদার টেকনোলজি ইনস্টিটিউট এলাকা, শাহজাহানপুর খিলগাঁও রেলগেট, পোস্তগোলা, দনিয়া কলেজ, সাদেক হোসেন খোকা মাঠ, ধোলাইখাল, রহমতগঞ্জ, কদমতলী, কমলাপুর ও আমুলিয়া আলীগড় মডেল কলেজ এলাকা।

অন্যদিকে চট্টগ্রামে এই সুবিধা দেয়া হবে শুধুমাত্র সাগরিকা পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখাগুলোতে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্যাংক #ঈদুল আজহা