টাঙ্গাইলের কালিহাতিতে চলন্ত বাস থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রানা ইসলাম (২৩)। শুক্রবার (০৬ জুন) সকাল ৬টার দিকে সখিপুর-কালিহাতি সড়কের ধল্লাই এলাকায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনা জেলার চাটমোহর উপজেলার দাড়িয়া কয়ড়াপাড়া গ্রামের বাসিন্দা রানা। ঈদ উপলক্ষে স্ত্রী ও মাকে সঙ্গে নিয়ে তিনি গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কালিহাতি থানার ওসি জাকির হোসেন।
পুলিশ জানায়, রাজধানী ঢাকা থেকে পাবনাগামী একটি বাসে করে পরিবারের সঙ্গে রানা যাচ্ছিলেন। পথে রানা অসুস্থ অনুভব করলে বাসের ছাদে উঠে যান। এরপর তিনি আর বাসে ফিরে আসেননি। রানার মা ও স্ত্রী পাবনায় পৌঁছানোর পর বাস থেকে নামলেও রানাকে কোনোভাবেই খুঁজে না পেয়ে তার মোবাইলে কল করা হয়। পরে অপরপ্রান্ত থেকে জানানো হয়, কালিহাতিতে রাস্তার পাশে এক যুবকের মরদেহ পাওয়া গেছে, যা রানার বলে শনাক্ত হয়।
ওসি জাকির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসের ছাদ থেকে পড়ে রানার মৃত্যু হয়েছে। তবে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এসকে//