বিএনপি

নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না: ইশরাক

বায়ান্ন প্রতিবেদন

নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শুক্রবার (০৬ জুন) পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের প্রস্তুতি পরিদর্শনে জাতীয় ঈদগাহ ময়দানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ইশরাক বলেন, প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে।

জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে ইশরাক বলেন, এখানে নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আবার কালও যারা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সাথে মাঠে থাকবো।

অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ইশরাক বলেন, তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে, এই পরিষদের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

যদি উপদেষ্টাদের রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে পদত্যাগ করে রাজনীতি করার অনুরোধও জানান তিনি।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় বড় ধরনের সংস্কার দরকার। কিন্তু কেউ সেটা নিয়ে কথা বলছে না। এর সংস্কারের জন্য প্রয়োজনে আমরা আন্দোলনের ডাক দেব।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইশরাক #নগর ভবন #উপদেষ্টা