জাতীয়

ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তায় রয়েছে ৫০০ পেট্রোল টিম: ডিএমপি কমিশনার

বায়ান্ন প্রতিবেদন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (০৬ জুন) জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে তিনি জানান, ঈদের এই সময়ে ফাঁকা রাজধানীতে নিরাপত্তা বজায় রাখতে দিন-রাত প্রায় ৫০০টি পেট্রোল টিম সক্রিয় রয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, “ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। ফাঁকা রাজধানীর সুষ্ঠু নিরাপত্তার জন্য রাত-দিন ৫০০ পেট্রোল টিম কাজ করছে।”

ঈদগাহের নিরাপত্তা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ পুরো এলাকায় সিসিটিভি স্থাপন করা হয়েছে। ঈদগাহে প্রবেশের সময় কোনো ধরনের ধারালো বস্তু বহন করা যাবে না।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীও বলেন, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। নিরাপত্তা নিয়ে আমরা শতভাগ আত্মবিশ্বাসী।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদুল আজহা #ডিএমপি কমিশনার #শেখ মো. সাজ্জাত আলী