কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দ্রুতগতির একটি বাস সিএনজি অটোরিকশাকে চাপা দিলে এক কিশোর মারা যায়। শুক্রবার (০৬ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে গাজীপুর-পাকুন্দিয়া-নান্দাইল সড়কের মরুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম হাফেজ সারোয়ার হোসেন (১৫)। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।
নিহত সারোয়ার নান্দাইলের অরণ্যপাশা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে এবং তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন। দুর্ঘটনায় আহতরা হলেন আশরাফ আলী (২০) ও জেবিন আক্তার (১৮)। বর্তমানে তাদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক সুজায়েত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে সারোয়ার ও অন্যান্য যাত্রীরা ঢাকার দিকে থেকে বাড়ি ফিরছিলেন। মরুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সারোয়ার নিহত হন এবং আরও দুইজন আহত হন।
উপ-পরিদর্শক সুজায়েত জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসকে//