দেশজুড়ে

ইয়াবাসহ আটক বরখাস্ত পুলিশ সদস্য

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক প্রাক্তন পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযুক্তের নাম মনিরুজ্জামান (৪৫)। বুধবার (০৫ জুন) রাতে উপজেলার চারমাথা এলাকায় এ অভিযান চালানো হয়। 

গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ফলিয়া গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান। তিনি পুলিশে চাকরির সময় মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছিলেন। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ বছর আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ। 

তিনি জানান, গতকাল রাত ৩ টার দিকে উপজেলা সদরে ঢাকা-রংপুর মহাসড়কের চারমাথা এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালালে সেখান থেকে ১ হাজার ৮০০টি ইয়াবা বড়ি, নগদ ৬৩ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয় এবং ওই গাড়িটিও জব্দ করা হয়।

বরখাস্ত এই পুলিশ সদস্য মাদক পরিবহনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলেও উল্লেখ করেন উপ-পরিদর্শক। আটকের পর মনিরুজ্জামানকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয় এবং মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাও দায়ের করা হয়েছে। 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন,  মামলার পর আসামিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাইবান্ধা #ইয়াবাসহ আটক #বরখাস্ত পুলিশ সদস্য