আবহাওয়া

ঈদের কয়েকদিন যেমন থাকবে আবহাওয়া

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

আগামী শনিবার (০৭ জুন) উদযাপিত হবে পবিত্র ঈদুল-আজহা। দেশজুড়ে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও ঈদুল আজহার দিন থেকে ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। শুক্রবার (৬ জুন) আবহাওয়া অধিদপ্তরের দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাস অনুযায়ী, শনিবার (৭ জুন) ঈদের দিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার (৮ জুন) অর্থাৎ, ঈদের পরদিন চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতে কিছুটা বাড়তে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, ঈদের তৃতীয় দিন সোমবার (৯ জুন) চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে অল্প সময়ের জন্য হালকা বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বর্ষাকাল হওয়ায় দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। 

তিনি আরও বলেন, যদিও দেশের কোথাও কোথাও বৃষ্টি হবে,তবে আগামী  টানা তিন দিন ভারী বর্ষণের সম্ভাবনা নেই। 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদুল-আজহা #আবহাওয়া অধিদপ্তর