বাংলাদেশে কোনো ধরনের আধিপত্যবাদী প্রভাব মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ সব সভ্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে ৫৬ হাজার বর্গমাইল ভূখণ্ডের ওপর অন্য কারও খবরদারি দেখতে চাই না।
শনিবার (২৪ জানুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দশ দলীয় ঐক্য জোটের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা কারও রক্তচক্ষুকে ভয় করি না। আমাদের একমাত্র ভয় আল্লাহর প্রতি। আমরা যেমন কারও ওপর আধিপত্য বিস্তার করতে চাই না, তেমনি ৫৬ হাজার বর্গমাইল ভূখণ্ডের ওপর অন্য কারও খবরদারিও দেখতে চাই না।”
তিনি বলেন, আমাদের লক্ষ্য গোটা নর্থ বেঙ্গলকে একটি কৃষিভিত্তিক রাজধানীতে রূপান্তর করা। এখানকার মানুষ আসমানের আপেল খাওয়ার দাবি করে না। তারা কঠোর পরিশ্রম করে সহজ-সরল জীবনযাপনেই তুষ্ট। তাদের পরিশ্রম করার ন্যায্য জায়গাটুকু তৈরি করে দিতে হবে।
সমাবেশে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, হ্যাঁ ভোটের পক্ষে জোয়ার তুলতে হবে। সেই হ্যাঁ ভোটের জোয়ারে অতীতের বস্তাপচা রাষ্ট্রব্যবস্থা যেন ভেসে যায়।
সমাবেশের শেষ পর্যায়ে দশ দলীয় জোটের পক্ষ থেকে গাইবান্ধার পাঁচটি আসনের প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক তুলে দেওয়া হয়। একই সঙ্গে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়, বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত সর্বোচ্চ ত্যাগ ও শ্রম দিয়ে মাঠে সক্রিয় থাকতে।
এমএ//