রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত মোড়ে অজ্ঞান পার্টির হাতে পড়ে গরু বিক্রির নগদ ২৫ লাখ টাকা হারিয়েছেন জামালপুর থেকে আসা দুই গরু ব্যবসায়ী। কোরবানির হাটে গরু বিক্রির পর বৃহস্পতিবার (৬ জুন) রাত প্রায় ১২টার দিকে তারা অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক হোসেন।
ভুক্তভোগীরা হলেন মো. হাসান (৫০) ও আনোয়ার হোসেন (৫১)। দুজনই জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা।
তাদের সঙ্গী নূর ইসলাম জানান, তিনজন মিলে তারা কোরবানির হাটে ২৮টি গরু আনেন। এর মধ্যে ২৭টি গরু বিক্রি করে হাসান ও আনোয়ার প্রায় ২৫ লাখ টাকা পান। রাতের দিকে খাবার খুঁজতে বের হলে হাসান ও আনোয়ার হঠাৎ নিখোঁজ হয়ে যান। কিছুক্ষণ পর দেখা যায়, তারা রাস্তার ধারে অচেতন হয়ে পড়ে আছেন। পরে রাত ২টার দিকে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান।
হাসান ঢামেকে ভর্তি আছে অন্যদিকে, আনোয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ইনচার্জ ফারুক জানান, দুই ব্যক্তিকে অচেতন অবস্থাতেই হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। বিষয়টি তেজগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
এসকে//