সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ঈদুল আজহা উদযাপন করেছেন আড়াই শতাধিক মুসল্লি। শুক্রবার (০৬ জুন) সকাল ৯টায় ফুলবাড়ী সদর ইউনিয়নের জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
গেল কয়েক বছর ধরে এই এলাকার মানুষ সৌদি আরবের তারিখ অনুযায়ী ঈদসহ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এবারের জামায়াতে শুধু স্থানীয় মুসল্লিরাই নন, আশপাশের গ্রাম থেকেও বহু মানুষ অংশ নেন।
জামায়াতে ইমামতি করেন মাওলানা আমিনুল ইসলাম।
তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছি। আবহাওয়া ভালো থাকায় প্রায় আড়াই শতাধিক মুসল্লি অংশ নিতে পেরেছেন।’
ফুলবাড়ীর খরিবাড়ী থেকে আসা এরশাদুল হক ও বড়ভিটা ইউনিয়নের ডা. সিরাজুল হক বলেন, ‘সৌদি আরব ইসলামের কেন্দ্র। আমরা বিশ্বাস করি তাদের অনুসরণ করাই উত্তম। তাই আমরা প্রতি বছর সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করি। এতে আমাদের মধ্যে মানসিক প্রশান্তি আসে।’
ঈদের নামাজ শেষে মুসল্লিরা নিজ নিজ এলাকায় ফিরে কোরবানি করেন। যেহেতু আজ শুক্রবার, তাই জুমার নামাজের পরও কোরবানির আয়োজন চলেছে।
এদিকে জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ইসলামপুর ও পাইকডাঙ্গা গ্রাম এবং রৌমারী উপজেলার দুটি গ্রামেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
ঈদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সতর্ক ছিল বলে জানান ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম।
তিনি বলেন, ‘জেলেপাড়া জামে মসজিদে ঈদ জামায়াত নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় আমরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছি।’
এসি//