আন্তর্জাতিক

ওমানের সুলতানের রাজকীয় ক্ষমায় মুক্তি পেলেন ৬৪৫ বন্দি

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সুলতান হাইথাম বিন তারিক বিশেষ ক্ষমা ঘোষণা করেছেন। এ উপলক্ষে দেশটির বিভিন্ন কারাগারে থাকা ৬৪৫ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। ক্ষমাপ্রাপ্তদের মধ্যে ওমানি নাগরিক ছাড়াও রয়েছেন বেশ কয়েকজন বিদেশি নাগরিক।

বৃহস্পতিবার (০৬ জুন) সুলতানের দপ্তর থেকে দেয়া এক বিবৃতি থেকে জানা গেছে এ তথ্য। 

মুক্তিপ্রাপ্ত কয়েদিদের মধ্যে কতজন বিদেশি নাগরিক আছেন, তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে। প্রবাসী বন্দিদের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সুলতানের এই উদার পদক্ষেপ মানবিক মূল্যবোধে তার গভীর আস্থার প্রতিফলন এবং এই পবিত্র সময় পরিবারের কাছে স্বস্তি ও আনন্দ ফিরিয়ে দেয়ার আন্তরিক প্রচেষ্টার অংশ বলে বিবেচিত হচ্ছে। 

রাজকীয় ক্ষমা ওমানি নেতৃত্বের সহমর্মিতা ও ক্ষমাশীলতার সংস্কৃতিকে তুলে ধরে, বিশেষ করে ধর্মীয় ও জাতীয় উৎসবসমূহে।

এছাড়া এই উদ্যোগ সামাজিক সংহতি, ঐক্য এবং করুণার ওপর ভিত্তি করে গঠিত ওমানি সমাজের মূলনীতিগুলোকেও সামনে নিয়ে আসে।

১৯৫৫ সালে জন্ম নেয়া হাইথাম বিন তারিক ওমানের সিংহাসনে আরোহন করেন ২০২০ সালে। তিনি একইসঙ্গে ওমানের সুলতান এবং প্রধানমন্ত্রী। সিংহাসনে আরোহনের আগে তিনি ওমানের ফুটবল অ্যাসোসিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবারের রাজকীয় বিবৃতিতে বলা হয়েছে, মাননীয় সুলতান মানবিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তারই প্রতিফলন হলো ঈদুল আজহার আগে ৬ শতাধিক কারাবন্দির মুক্তি। এদের মধ্যে যারা বিদেশি নাগরিক, তাদের রাষ্ট্রীয় খরচে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওমান সবসময়েই দয়া, ঐক্য এবং সামাজিক সংহতিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়। মাননীয় সুলতান মুক্তিপ্রাপ্ত কয়েদি এবং তাদের পরিবার-পরিজনদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

 

সূত্র: গালফ নিউজ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদুল আজহা #কয়েদি #ওমান সুলতান