দেশজুড়ে

মোটরসাইকেল দুর্ঘটনায় দম্পতির মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রোড ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক দম্পতি নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কাঠগিরি গ্রামের ইউসুফ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩০) ও তাঁর স্ত্রী। দু'জনই ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং ছুটিতে গ্রামের বাড়ি ফিরছিলেন।  

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে বসানো রাবার ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে দম্পতি ছিটকে পড়লে পেছন থেকে একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা চাঁপড়ীগঞ্জ থেকে ফাঁসিতলা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। তারা ওই রাবার ডিভাইডার অপসারণের দাবি জানান। পরে গোবিন্দগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করে।

ওসি মোজাফ্ফর জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক।এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

এসকে//  

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাইবান্ধা #দম্পতি নিহত