আজ পবিত্র হজের তৃতীয় দিন। শুক্রবার (০৬ জুন) স্থানীয় সময় ভোরে হাজিরা মিনার উদ্দেশে রওয়ানা হবেন। মিনায় পৌঁছে আল-জামারায় শয়তানের প্রতীক তিনটি স্তম্ভে পাথর নিক্ষেপ করবেন তারা।
পরে তারা পশু কোরবানি সম্পন্ন করে মক্কায় ফিরে কাবা শরিফ তাওয়াফ করবেন। এরপর আগামী দুই দিন—১১ ও ১২ জিলহজ—হজের বাকি আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা।
এর আগে, বৃহস্পতিবার (৫ জুন) হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন হাজিরা। দিনভর আরাফাতের ময়দানে অবস্থান শেষে সন্ধ্যায় তারা রওনা হন মুজদালিফার উদ্দেশে। রীতি অনুযায়ী, সেখানে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন তারা। মধ্যরাত পর্যন্ত ইবাদতের পাশাপাশি শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করেন হাজিরা।
হজের মূল এই দিনে, বৃহস্পতিবার দুপুরে মসজিদে নামিরায় খুতবা প্রদান করেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ সালেহ বিন হুমাইদ। তিনি বিশ্বশান্তির জন্য দোয়া করেন। মুসলিম উম্মাহর এই বৃহত্তম সমাবেশে এ বছর প্রায় ১৫ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেছেন।
এসি//