আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি

কাতারের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার মধ্যেই গাজার বিভিন্ন স্থানে নতুন করে ভয়াবহ ইসরাইলি হামলা শুরু হয়েছে। বুধবার (১৪ মে) ভোর থেকে শুরু হওয়া এই হামলায় আরও ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  নিহতদের মধ্যে বেশিরভাগই উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির, খান ইউনিস এবং অন্যান্য এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৫ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে জানা গেছে, হামলার পর উদ্ধারকর্মীরা জাবালিয়া শিবিরে মোবাইল ক্যামেরার আলো দিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ বের করার চেষ্টা করেছেন। এতে শিশুসহ অনেক মানুষ নিহত হয়েছেন।  উত্তর গাজায় শরণার্থী শিবিরসহ বেশ কিছু স্থানে ইসরাইলি হামলায় ৫০ জন নিহত হয়েছেন একই সময় দক্ষিণ গাজার খান ইউনিস শহরে আরও ১০ জন আহতের খবর পাওয়া গেছে।

ইসরায়েলি বাহিনী এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

তবে আলজাজিরা জানিয়েছে, আরও বেশি মানুষ বাস্তুচ্যুত করার লক্ষ্যে গাজার আবাসিক এলাকায় ইসরায়েল এ হামলা চালিয়েছে।

গাজার মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা এ হামলাকে ‘বাস্তুহীনতার অভিযান’ বলে অভিহিত করেছেন, যা আরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে স্থানান্তরিত করতে বাধ্য করবে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ বলেন, যুদ্ধবিরতি এবং গাজার জন্য সাহায্য প্রবেশের ব্যাপারে ভাল অগ্রগতি হচ্ছে। 

মঙ্গলবার (১৩ মে) এক ঘোষণায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় সামরিক অভিযান থামানো হবে না। 

তার এমন বক্তব্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫২,৯০৮ জনের মৃত্যু হয়েছে।  গাজার বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে এবং ৯০ শতাংশেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ইসরাইলি #হামলা