ভারতের রাজস্থানে একটি সরকারি স্কুল ভবনের ছাদ ধসে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৭ জন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে আরও অন্তত ৪০ জন।
শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজ্যের ঝালাওয়া জেলার পিপলোদি গ্রামের একটি স্কুলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, ধসে পড়ার সময় স্কুল প্রাঙ্গণে অন্তত ৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
ঝালাওয়ার জেলার পুলিশ সুপার অমিত কুমার জানান, নিহতদের মধ্যে সবাই শিশু। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঝালাওয়ায় পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘১০ জন শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে, এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় মানুষজন তৎপর হয়ে উঠেছেন। উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে আনা হয়েছে একাধিক জেসিবি মেশিন। পাশাপাশি কাজ করছেন জেলা প্রশাসনের কর্মকর্তারাও।
জানা গেছে, স্কুল ভবনটি বহুদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। এ নিয়ে আগে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার জানিয়েছেন, ‘জেলা প্রশাসনকে উদ্ধার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার বিষয়ে আমি সরাসরি খোঁজ রাখছি। কী কারণে ভবন ধসে পড়েছে তা তদন্ত করে দেখা হবে।’
স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধার তৎপরতা এখনো চলছে এবং আটকে পড়াদের দ্রুত বের করে আনার চেষ্টা চলছে।
সুত্র: এনডিটিভি
এমএ//