আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সভার সময় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে ফ্রান্স। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি জানিয়েছেন ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো।
এক্সে ম্যাক্রো লিখেন, “ঐতিহাসিক দায়বদ্ধতার নিরিখে মধ্যপ্রাচ্যে একটি ন্যায় ও দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে, আমি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সিদ্ধান্ত নিয়েছি। যা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সভার আগে ঘোষণা দেয়া হবে।”
ফ্রান্স প্রেসিডেন্ট আরও জানান, গাজায় যুদ্ধ বন্ধ করা ও সেখানে থাকা বেসামরিক নাগরিকদের স্বস্তি দেয়াটাই আজকে সবচেয়ে জরুরী অগ্রাধিকার।
মধ্যপ্রাচ্যে ফ্রান্সের জনগণ শান্তি চায় জানিয়ে ম্যাক্রো, গাজা উপত্যকায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি, সব বন্দিদের মুক্তি ও ফিলিস্তিনি জনগণের জন্য ব্যাপক পরিমাণে ত্রাণের ওপর জোর দেন।
এনএস/