রাজনীতি

শ্রমিকের পাশে বিএনপি অতীতেও ছিল, আগামীতেও থাকবে: তারেক রহমান

ছবি: ফাইল ছবি

মে দিবস উপলক্ষে দেশে-বিদেশে কর্মরত সব শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

তারেক রহমান বলেন, ১৮৮৬ সালের মে মাসে শিকাগোতে যেসব শ্রমিক ন্যায্য অধিকার, বিশেষ করে আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নেমে প্রাণ দিয়েছিলেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।

তিনি মে দিবসকে শ্রমজীবী মানুষের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, এ দিনটি বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ। এ দিনটিতে শ্রমজীবীরা নিজেদের দাবির পক্ষে সংগঠিতভাবে আওয়াজ তোলে।

তারেক রহমান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি বিশ্বাস করতেন, শ্রমিকের হাতেই দেশের অগ্রগতির চাবিকাঠি। তার আমলে শ্রমিকদের কল্যাণে নেওয়া হয়েছিল নানা উদ্যোগ। শ্রম আইন সংস্কার, বেতন কমিশন গঠন, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ এবং বোনাস চালু করেন শহীদ জিয়াউর রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শ্রমিকদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসা সহায়তায় বিশেষ কর্মসূচি এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠনও হয়েছিল সেই সময়েই।

গার্মেন্টস খাতকে দেশের সবচেয়ে বড় শ্রমনির্ভর শিল্প হিসেবে চিহ্নিত করে তারেক রহমান বলেন, এই শিল্পের ভিত্তি গড়ার পেছনে শহীদ জিয়ার অবদান অনস্বীকার্য। তার  নেওয়া উদ্যোগের ফলেই আজ পোশাক খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি।

বর্তমান সময়ের প্রেক্ষাপটে তিনি বলেন, দমন-পীড়নের যুগে সবচেয়ে বেশি কষ্ট পায় শ্রমিক শ্রেণি। গণ-আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগই ফ্যাসিবাদী শক্তির পতন ঘটায়। তবে এখনো শ্রমিকেরা যেমনটা পাওয়ার কথা ছিল, তেমন সম্মান ও অধিকার পাচ্ছে না।

তিনি আরও বলেন, নিত্যপণ্যের দাম ও মুদ্রাস্ফীতির চাপে শ্রমজীবীরা প্রতিদিনই টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এই অবস্থার পরিবর্তন সম্ভব, যদি দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠিত হয়। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার ও শোষণমুক্তি নিশ্চিত করতে হবে—এটাই হোক মে দিবসে আমাদের অঙ্গীকার।

তারেক রহমান মে দিবসের সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন এবং শ্রমিকদের সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন মে দিবস | তারেক রহমান | বিএনপি