রাজনীতি

সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া

বায়ান্ন প্রতিবেদন

ছবি: ফাইল

আগামী সোমবার (৫ মে) লন্ডন থেকে দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) তিনি বলেন, 'ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো। সবকিছু ঠিক থাকলে তিনি আগামী ৫ মে দেশে ফিরবেন।'

বিএনপি চেয়ারপারসন চিকিৎসার উদ্দেশে গত ৮ জানুয়ারি লন্ডনে যান। সেখানে টানা ১৭ দিন চিকিৎসা চলার পর লন্ডন ক্লিনিক থেকে খালেদা জিয়া যান তারেক রহমানের বাসায়। এরপর থেকে সেখানেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলছিলেন তিনি।

লন্ডন থেকে দেশে ফেরার পথে খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন ৮ জন। এরমধ্যে রয়েছেন; তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান, কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।  

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন খালেদা জিয়া | দেশে ফিরবেন | বিএনপি চেয়ারপারসন