বাংলাদেশ সীমান্তে থাকা স্পর্শকাতর স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ভারত।
এরই অংশ হিসেবে দেশটির রেলওয়ে নিরাপত্তা ফোর্স (আরপিএফ), সরকারী রেলওয়ে পুলিশ (জিআরপি) ও বিএসএফ যৌথভাবে টহল শুরু করেছে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক সীমানায় থাকা রেলওয়েতে যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
এনএস/