বিনোদন

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা বিষ্ণু প্রসাদ

বিনোদন ডেস্ক

মারা গেছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিষ্ণু প্রসাদ। বৃহস্পতিবার (১ মে) রাতে ভারতের কেরল রাজ্যের কোচি শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিষ্ণু দীর্ঘদিন ধরে লিভারের অসুস্থতায় ভুগছিলেন তিনি। অভিনেতা লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি চলছিলেন। এ অবস্থায় গত কয়েকদিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। নিবিড় পরিচর্যায় থাকার পরও স্বাস্থ্যের অবনতি ঘটে। 

অভিনেতার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে দুই মেয়ে অভিরামি ও অনানিকা রেখে গেছেন। 

কয়েক দশকের ক্যারিয়ারে দক্ষিণী এই তারকা ‘প্রসাদ কাশী’, ‘কাই এথুম দুরেথু’, ‘রানওয়ে’, ‘মাম্বাঝাকালাম’, ‘লায়ন’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। টেলিভিশন সিরিজেও অভিনয়ের জন্যেও বেশ জনপ্রিয় হয়েছিলেন তিনি।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন বিষ্ণু প্রসাদ | দক্ষিণী অভিনেতা | মৃত্যু