বিনোদন

পেহলগাম নিয়ে মন্তব্য করে বিপাকে ভারতীয় গায়ক

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতের ব্যাঙ্গালুরে একটি কলেজের অনুষ্ঠানে পেহলগাম ঘটনার প্রসঙ্গ তুলে অভিযুক্ত হয়েছেন দেশটির জনপ্রিয় গায়ক সোনু নিগম। অনুষ্ঠানে কন্নড় ভাষায় গান গাননি বলে, এক ছাত্রের সাথে তার দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে। সেই দুর্ব্যবহার প্রসঙ্গে তিনি পেহলগামের ঘটনা তুলে ধরেছিলেন। 

গেল ২৫-২৬ এপ্রিল ব্যাঙ্গালুরুর বীরনগরের একটি কলেজে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

সেখানে গান গাইছিলেন সোনু নিগম। তখন গায়কের দাবি, কন্নড় ভাষায় গান গাননি বলে এক ছাত্র তার সঙ্গে দুর্ব্যবহার করে। জবাবে সোনু  বলেন, এই কারণে পেহেলগামে হামলা হয়েছিল।

গায়কের এই মন্তব্যের সঙ্গে সঙ্গে শুরু হয় উত্তেজনা। এর জেরেই গায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ‘কর্ণাটক রক্ষা বেদিকে’ বেঙ্গালুরুর সংগঠনের সভাপতি।

অভিযোগে বলা হয়েছে, সোনু কর্ণাটকের কন্নড় ভাষায় কথা বলা মানুষদের প্রতি ঘৃণাসূচক মন্তব্য করেছেন।  যা হিংসাকে উস্কে দিতে পারে। সোনু নিগমের বক্তব্যে কন্নড় সম্প্রদায়ের উপর বিরাট আঘাত হেনেছে। কন্নড় গান গাওয়ার অনুরোধকে সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করে সোনু কন্নড়দের অসহিষ্ণু বা হিংস্র বলে দেখিয়েছেন। এটি তাদের শান্তিপ্রিয় প্রকৃতির পরিপন্থী।

এ বিষয়ে ভিডিও বার্তায় সোনু বলেন, আমি অপছন্দের একটা ছেলের সামনে গাইছি।  সে আমার চেয়েও বয়সে ছোট। তারপরও এই আচরণ করছে। পহেলগাঁওয়ে যা হয়েছে তার কারণ তাহলে এটাই, তাই না? আপনি যা করেছেন, বা এখন যা করছেন তার কারণ এটাই। আপনার সামনে কে দাঁড়িয়ে আছে, সেটা আগে দেখুন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন সোনু নিগম | পেহলগাম ঘটনার প্রসঙ্গ