বিএনপি

কি ঘটতে যাচ্ছিলো খালেদা জিয়ার ফ্লাইটে?

বায়ান্ন প্রতিবেদন

লন্ডন থেকে ঢাকার উদ্দেশে দেশে ফেরার আগমুহূর্তে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ফ্লাইটে শুরু হয়েছে উত্তেজনা ও গোপন টানাপোড়েন। নিরাপত্তাজনিত শঙ্কা আর রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে হঠাৎই বাতিল করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটের দুই কেবিন ক্রু- আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম বিপোনকে।

বিমান ও গোয়েন্দা সূত্র জানিয়েছে, সোমবার (০৫ মে) বিজি-২০২ ফ্লাইটে খালেদা জিয়া ঢাকায় ফিরবেন। এই ফ্লাইটেই তার পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন। কিন্তু শুক্রবার (২ মে) মধ্যরাতে নাটকীয়ভাবে সিদ্ধান্ত আসে- ফ্লাইট থেকে সরাতে হবে কসমিক ও বিপোনকে।

প্রাথমিকভাবে চিফ পার্সার নিশি, ফ্লাইট পার্সার কসমিক, ফ্লাইট পার্সার বিপোন ও জুনিয়র পার্সার রিফাজের নাম চূড়ান্ত করেছিল বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ। কিন্তু গোয়েন্দা রিপোর্টে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় শেষ মুহূর্তে বদলে দেয়া হয় দায়িত্ব। কসমিক ও বিপোনের বদলে দায়িত্ব পান ফ্লাইট পার্সার ডিউক ও ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মারজান।

কসমিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করেছেন এবং আওয়ামী ঘনিষ্ঠ মহলের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এছাড়া ১৮ বার কারণ দর্শানোর নোটিশ এবং একাধিকবার শাস্তি হিসেবে গ্রাউন্ডেড হওয়ার রেকর্ড আছে তার নামে।

অন্যদিকে কামরুল ইসলাম বিপোন আওয়ামী লীগের নানা কর্মকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ। তিনি ধানমন্ডি ৩২-এ ১৫ আগস্ট ফুল দেওয়া, শেখ কামালের জন্মদিনে ফুটবল ম্যাচ আয়োজন এবং বিমানে শেখ রাসেল দিবস পালনের উদ্যোক্তা হিসেবে পরিচিত।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, ‘রিশিডিউলিং বা বদলি খুব স্বাভাবিক ঘটনা। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এমন বদল হয়।’

এ বিষয়ে ফ্লাইট সার্ভিসের প্ল্যানিং অ্যান্ড সিডিউলিং বিভাগের ভারপ্রাপ্ত ম্যানেজার সীতারা নাসরিন নিশি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই কসমিক ও বিপোনকে প্রথমে দায়িত্ব দেয়া হয়েছিল।’

রোববার (০৪ মে) সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে বিজি-২০২ ফ্লাইটটি। আর সেই ফ্লাইটেই থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন খালেদা জিয়া | বাংলাদেশ বিমান | বিএনপি