আন্তর্জাতিক

বিমানবন্দরে মিসাইল হামলা, সাতগুণ জবাবের হুঁশিয়ারি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

এবার ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দরে সরাসরি হামলা করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি।   

ওই হামলার সাতগুণ জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।   

রোববার (৪ মে) ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্যসংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম বলছে, এই হামলায় আহত হয়েছেন ৬ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার জেরে বেনগুরিয়ন বিমানবন্দরে বিমান উঠানামা কিছু সময়ের জন্য বন্ধ ছিলো।   

 

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরাইল | মিসাইল