আন্তর্জাতিক

১৩ কোটি ডলারে মার্কিন সামরিক সরঞ্জাম কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতের কাছে ১৩ কোটি ১০ লাখ ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইন্দো-প্রশান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদারে এসব সরঞ্জামের মধ্যে রয়েছে উন্নত ‘সি-ভিশন’ সফটওয়্যার, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এ বিক্রয় যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে এবং ভারতের সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। একইসঙ্গে এটি দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যে কোনো প্রভাব ফেলবে না।

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা বলছে, এসব সরঞ্জাম ভারতের নৌবাহিনীর কৌশলগত অবস্থান ও হুমকি শনাক্ত করার ক্ষমতা বৃদ্ধি করবে।

প্রসঙ্গত, সাম্প্রতিক ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে বেশ কিছু কঠিন পদক্ষেপ নেয় ভারত। তবে অভিযোগ অস্বীকার করে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবি করে পাকিস্তান। একইসঙ্গে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পালটা পদক্ষেপ গ্রহণ করে।

চিরবৈরী দুই প্রতিবেশীর সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে যেকোনো সময়  বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। এর মধ্যেই সামরিক সরঞ্জাম কিনছে আলোচনার সৃষ্টি করেছে ভারত।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | পাকিস্তান | যুক্তরাষ্ট্র