তুরস্কের বাধায় আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফর বাতিলের কারণ হিসেবে আঞ্চলিক অবস্থা এবং ‘টাইট রাজনৈতিক ও নিরাপত্তা সময়সূচি’ বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়।
তবে, ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে বলা হয়, তুরস্ক উইং অফ জায়োন স্টেট বিমানটিকে আঙ্কারার আকাশসীমা দিয়ে যেতে দিতে অস্বীকৃতি জানানোর কারণে তার সফর বাতিল হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় পরে গ্রিস এবং বুলগেরিয়া হয়ে বিকল্প রুটে বাকু ভ্রমণের সম্ভাবনা পরীক্ষা করে দেখেছে। কিন্তু এতে সময় দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসরাইল থেকে আজারবাইজানে সরাসরি বিমান চলাচল সীমিত। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তুরস্ক, অথবা বিকল্পভাবে, সিরিয়া, ইরাক এবং ইরানের ওপর দিয়ে উড়তে হয়।
এমএ//