দেশজুড়ে

৩২ কেজির কাতল ৫২ হাজার টাকা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ায় ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ৫২ হাজার টাকায় বিক্রি হয়েছে। 

রোববার (৪ মে) সকালে দৌলতদিয়া মাছ বাজারের সাঈদ মোল্লার আড়তে মাছটি নিলামে প্রতি কেজি ১৬’শ  টাকা দামে বিক্রি হয়।

মাছটি কেনেন ৫ নম্বর ঘাট এলাকার চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা।

তিনি কেজি প্রতি ৫০ থেকে একশ টাকা লাভ পেলেই মাছটি তিনি বিক্রি করে দিবেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৪টার দিকে সিরাজগঞ্জ জেলার জেলে আলেকচান ও তার সহযোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে বিরল এই কাতল মাছটি ধরেন।

 

এসকে//