খেলাধুলা

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

জুন-জুলাই মাসে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ দল। সেখানে তারা তিন সংস্করণের সিরিজ খেলবে। সোমবার (৫ মে) ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি)।

আগামী ১৩ জুন বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যাবে। টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। প্রথম টেস্ট ম্যাচ গলে অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২১ জুন। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে কলম্বোতে, ২৫ থেকে ২৯ জুন।

দিবারাত্রির ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে জুলাইয়ের ২ তারিখ, কলম্বোতে। একইমাঠে জুলাইয়ের ৫ তারিখ হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর পাল্লেকেলেতে ৮ জুলাই তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

জুলাইয়ের ১০, ১৩ ও ১৬ তারিখ টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে। প্রতিটি ম্যাচই সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ পাল্লেকেলে, দ্বিতীয় ম্যাচ ডাম্বুলা ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | শ্রীলঙ্কা | সিরিজ