খেলাধুলা

তাসকিনের চোট সারার সময় জানালো বিসিবি

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

তাসকিন আহমেদকে রাখা হয়নি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে। এর মূল কারণ গোড়ালির চোট। এই চোট থেকে সেরে উঠতে তার আরও ১ মাসের মতো সময় লাগবে।

মঙ্গলবার (৬ মে) বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী এ তথ্য জানিয়েছেন।  

জানা যায়, লন্ডনে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন তাসকিন; স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞ। তারা তিনজন সম্মিলিতভাবে একটি রিপোর্ট দিয়েছেন। চিকিৎসক দেবাশিস চৌধুরী এই রিপোর্টের ওপর একটি পরিকল্পনা সাজিয়েছেন।

চিকিৎসার উদ্দেশে গত ২৭ এপ্রিল লন্ডনের পথে উড়াল দেন তাসকিন। তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকে।

সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারেননি তাসকিন। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ মিস করবেন তিনি। জুনের দ্বিতীয় সপ্তাহে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ খেলবে বাংলাদেশ দল। তখন এই পেসারের পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। ফলে লঙ্কান সিরিজে তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন তাসকিন আহমেদ