খেলাধুলা

অনিশ্চয়তায় দুলছে বাংলাদেশের পাকিস্তান সফর

স্পোর্টস ডেস্ক

ছবি: অ্যাসোসিয়েট প্রেস

বাংলাদেশ দল টি-টোয়েন্টি সিরিজ খেলার লক্ষ্যে পাকিস্তান সফর করবে চলতি মাসে। কিন্তু সেই সফর নিয়ে চিন্তার অবতারণা ঘটেছে। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চলছে। দুই দেশের মধ্যে হয়ে গেছে পাল্টাপাল্টি হামলা। এমন অবস্থায় আগামী ২৫ থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলা হবে কি না বাংলাদেশের, তা এক প্রশ্ন।

বাংলাদেশের দুই ক্রিকেটার এখন পাকিস্তানে আছেন পিএসএল খেলার উদ্দেশে। রিশাদ হোসেন ও নাহিদ রানা। এই দুই ক্রিকেটারের নিরাপত্তার বিষয়টিতে জোর দিয়েছে বিসিবি।

বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, ‘আমাদের দুই ক্রিকেটার ভালো আছে। নিরাপত্তা নিয়ে তারা কেউ উদ্বিগ্ন না। নাহিদ রানা ও রিশাদ হোসেনের সঙ্গে যোগাযোগ রেখেছে বাংলাদেশ দূতাবাস। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকেও আমাদের আশ্বস্ত করা হয়েছে।’

পাকিস্তান সফরের আগে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ২০ মে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে লিটন দাসদের।  

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | পাকিস্তান | টি-টোয়েন্টি