চার বছর আগে মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলাটিতে ১০ জনকে খালাস দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৮ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মাসুদ করিম এই রায় ঘোষণা করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. আজিম উদ্দিন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শিহাব প্রধান, রনি ব্যাপারী এবং রাকিবুল হাসান। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে সাকিব প্রধান, শামীম প্রধান, অনিক ব্যাপারী, রায়হান এবং জাহাঙ্গীর হোসেনকে। খালাস পাওয়া ১০ আসামির মধ্যে কয়েকজন ছিলেন অভিযোগের সময় অজ্ঞাতপরিচয়।
রায়ের পর শাকিব, শামীম ও রনিকে কারাগারে পাঠানো হয়েছে, বাকি আসামিরা পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৪ মার্চ বিকেলে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় দুই পক্ষের কিশোর-তরুণদের মধ্যে একটি হাতাহাতির ঘটনা ঘটে। পরদিন রাতে সমস্যার সমাধানে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে শিহাব, শামীম ও সৌরভের ছুরিকাঘাতে নিহত হন আওলাদ হোসেন মিন্টু প্রধান, তার ভাই সাকিব এবং স্বজন ইমন।
এ ঘটনায় নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।
মামলার তদন্ত শেষে পুলিশ ২০২২ সালের ৮ জুন ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে ২০২৪ সালের ২৫ আগস্ট মামলাটি বিচারের জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ পাঠানো হয়। ওই বছরের ১৭ সেপ্টেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন।
এসি//