ক্রিকেট দুনিয়ার কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার বরাবরই তার স্টাইল ও উপস্থিতির জন্য সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। নানা সময় তাকে বলিউডে পা রাখার গুঞ্জনেও জড়ানো হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা খোলাসা করেছেন সকল জল্পনা-কল্পনা।
সাক্ষাৎকারে সারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি চলচ্চিত্র জগতে আসার কোনো পরিকল্পনা করছেন না।
সারা বলেন, তার আগ্রহ মূলত পড়াশোনা এবং সমাজসেবামূলক কাজ ঘিরেই। সিনেমার সেটে যাওয়ার অভিজ্ঞতা তার কাছে শুধুই নতুন কিছু দেখার কৌতূহল মাত্র।
বর্তমানে তিনি ফ্যাশন ও লাইফস্টাইল সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন। তবে সব প্রজেক্টে রাজি হন না বলেও জানান সারা। তার কথায়, ‘আমি শুধুই সেই কাজ বেছে নিই, যেটা আমার সঙ্গে মানানসই। সব অফার গ্রহণ করি না।’
অভিনয়ে আগ্রহ না থাকার বিষয়ে সারা একেবারেই দ্বিধাহীন। তিনি বলেন, ‘আমি একটু অন্তর্মুখী প্রকৃতির মানুষ। ক্যামেরার সামনে এলেই অস্বস্তি লাগে। অভিনয় আমার জন্য নয়— এতে আমি কখনো নিজেকে স্বচ্ছন্দ অনুভব করি না। যত প্রস্তাবই আসুক, আমি না বলে দিই, কারণ আমি জানি আমি এই কাজ ঠিকভাবে করতে পারব না।’
তবে সারার বক্তব্যে অনেকেই বিস্মিত হয়েছেন। কারণ ইতিমধ্যেই তিনি নামকরা ব্র্যান্ডের প্রচারণায় অংশ নিয়েছেন এবং বিভিন্ন ফ্যাশন ম্যাগাজিনের ফটোশুটেও তাকে দেখা গেছে। এমন গ্ল্যামারাস উপস্থিতির পরেও ক্যামেরার ভয়! এটা অনেকের কাছেই অবাক লাগছে।
এমএ//